রত্ন ভুমি মোহনগঞ্জ

খবর মিডিয়া ওয়েবসাইট

এই ব্লগটি সন্ধান করু চার্চ করুন

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

-----মোর বন্ধু হবে-----

-----------মোর বন্ধু হবে----------
এম.ডি.উবায়দুল্লাহ আল মামুন খান

তুমি হবে মোর বন্ধু,
হাত রাখিয়া হাতে,,
বারো মাস থাকবে পাশে,
হেমন্ত বর্ষাতে ।।

বলো আমার বন্ধু হবে,
এই হৃদয়ে দেবো ঠাঁই,,
 গল্প করব সর্বক্ষণ,
একাকীত্ব ভুলে যেতে চাই ।।

দ্বন্দ্ব ভুলে ছন্দ তুলে,
ফোটাবো কেবল হাসি,,
বন্ধু গাইবে গান,
বাজাবো আমি বাঁশি ।।

বন্ধু ছাড়া শূন্য আমি,
কঠিন চলাফেরা,,
বন্ধু পেলেই পূর্ণ হব,
হবো মাতোয়ারা ।।

বন্ধু ছাড়া জীবন আমার,
ধু-ধু -মরুভূমি ,,
হাতছানিতে ডাকছি তোমায়,
বল বন্ধু হবে তুমি ।।

বন্ধু যদি হও গো তুমি,
দেব ঐ আকাশের তাঁরা,,
তোমায় নিয়ে লিখবো আমি,
মিষ্টি মধুর ছড়া ।।

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

---আষাঢ় মানে--

---------------আষাঢ় মানে-------------
এম.ডি.উবায়দুল্লাহ্ আল মামুন খাঁন
-------------------------------------------------
আষাঢ় মানে বৃষ্টি বাদল,
মেঘ বৃষ্টির খেলা,,
গড়গড়িয়ে বৃষ্টির পানি,
নদী- নালায় চলা ।।

আষাঢ় মানে আকাঁশেতে,
কালো মেঘের রং ,,
কখনো রুদ্র'কখনো মেঘ,
রৌদ্র মেঘের ঢ়ং ।।

আষাঢ় মানে নব্য জীবন,
নদী-নালার তরে ,,
চৌচির হওয়া খাল-বিলও ,
সদ্য যৌবন পায় ফিরে ।।

আষাঢ় মানে বৃষ্টি অতি,
কোথাও যায় না যাওয়া,,
ঘরের মাঝে বন্দি হয়ে,
ভাটিয়ালি গান গাওয়া ।।

আষাঢ় মানে মেঘের সাথে,
ঝিরি-ঝিরি বাতাস ,,
রোদ্রের মাঝেও প্রবল বেগে,
কান্না করে আকাশ ।।

আষাঢ় মানে এই প্রকৃতি,
নতুন ভাবে সাজে ,,
পাল উড়ানো নৌকা দেখি,
মগড়া নদীর মাঝে ।।

শনিবার, ২৭ জুন, ২০২০

---মারিওনা ঢোল---

-----------মারিওনা ঢোল------
এম.ডি.উবায়দুল্লাহ্ আল মামুন খাঁন
------------------------------------------
মানব কুলে জন্ম আমার,
ফিরিশতা তো নই,,
ভুল আমার হতেই পারে,
আমি তো আর ভুলের ঊর্ধ্বে নই  ।।

ভুল করিলে শুধরিয়ে দাও,
লোক সমাজে দিও নাকো লাজ,,
কালকে আমায় সঠিক পাবে,
যদি ভুল ধরিয়ে দাও আজ  ।।

মানব কুলে জন্ম আমার,
তাইতো আছে কিছু ভুল,,
তা নিয়ে করিওনা মাতামাতি,
হাট বাজারে মারিওনা ঢোল ।।

বুধবার, ২৪ জুন, ২০২০

--------পাও কেন ভয়-------

--------------পাও কেন ভয়----------
এম.ডি.উবায়দুল্লাহ আল মামুন খান
-------------------------------------------------
হে যুবক তুমিই তো বীর,
তবে তুমি পাও কেন ভয়,,
বাঁচবে মরবে যুদ্ধ করবে,
এটাই তো তুমার পরিচয় ।।

ইতিহাসের পাতায় রয়েছে লেখা,
তুমি দেখো তা খুলে ,,
দেশ বাঁচাতে ঐ একাত্তরে,
যুবক নিয়েছিল অস্ত্র তুলে ।।

আজ হতাশ কেন হে যুবক,
আরো একবার ওঠো গর্জে,,
দেশটা আজ ভরে গেছে,
নোংরা রাজনীতির বর্জে ।।

দেখো ভালো মুখোশের আড়ালে,
রাজনীতির খেলা খেলে ,,
বড় মিয়াঁ নেতাজি,
মাছ ভাঁজে কার তেলে ।।

দেশকে আজ মুক্ত করো,
আমজনতা বাঁচাও ,,
নোংরা রাজনীতিকদেরকে ,
এদেশ থেকে হঠাও ।।

শিল্প-সাহিত্য-প্রচ্ছদ

♦ জেগে উঠো যুবক ♦

------♦ জেগে উঠো যুবক ♦------ এম.ডি.উবায়দুল্লাহ্ আল মামুন খাঁন আর কত কাল ঘুমিয়ে কাটাবে, হে যুবক জাগবে নাকি তুমি,, চেয়ে দেখ আজ পুরো...