---------------আষাঢ় মানে-------------
এম.ডি.উবায়দুল্লাহ্ আল মামুন খাঁন
-------------------------------------------------
আষাঢ় মানে বৃষ্টি বাদল,
মেঘ বৃষ্টির খেলা,,
গড়গড়িয়ে বৃষ্টির পানি,
নদী- নালায় চলা ।।
আষাঢ় মানে আকাঁশেতে,
কালো মেঘের রং ,,
কখনো রুদ্র'কখনো মেঘ,
রৌদ্র মেঘের ঢ়ং ।।
আষাঢ় মানে নব্য জীবন,
নদী-নালার তরে ,,
চৌচির হওয়া খাল-বিলও ,
সদ্য যৌবন পায় ফিরে ।।
আষাঢ় মানে বৃষ্টি অতি,
কোথাও যায় না যাওয়া,,
ঘরের মাঝে বন্দি হয়ে,
ভাটিয়ালি গান গাওয়া ।।
আষাঢ় মানে মেঘের সাথে,
ঝিরি-ঝিরি বাতাস ,,
রোদ্রের মাঝেও প্রবল বেগে,
কান্না করে আকাশ ।।
আষাঢ় মানে এই প্রকৃতি,
নতুন ভাবে সাজে ,,
পাল উড়ানো নৌকা দেখি,
মগড়া নদীর মাঝে ।।
এম.ডি.উবায়দুল্লাহ্ আল মামুন খাঁন
-------------------------------------------------
আষাঢ় মানে বৃষ্টি বাদল,
মেঘ বৃষ্টির খেলা,,
গড়গড়িয়ে বৃষ্টির পানি,
নদী- নালায় চলা ।।
আষাঢ় মানে আকাঁশেতে,
কালো মেঘের রং ,,
কখনো রুদ্র'কখনো মেঘ,
রৌদ্র মেঘের ঢ়ং ।।
আষাঢ় মানে নব্য জীবন,
নদী-নালার তরে ,,
চৌচির হওয়া খাল-বিলও ,
সদ্য যৌবন পায় ফিরে ।।
আষাঢ় মানে বৃষ্টি অতি,
কোথাও যায় না যাওয়া,,
ঘরের মাঝে বন্দি হয়ে,
ভাটিয়ালি গান গাওয়া ।।
আষাঢ় মানে মেঘের সাথে,
ঝিরি-ঝিরি বাতাস ,,
রোদ্রের মাঝেও প্রবল বেগে,
কান্না করে আকাশ ।।
আষাঢ় মানে এই প্রকৃতি,
নতুন ভাবে সাজে ,,
পাল উড়ানো নৌকা দেখি,
মগড়া নদীর মাঝে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন