--------------পাও কেন ভয়----------
এম.ডি.উবায়দুল্লাহ আল মামুন খান
-------------------------------------------------
হে যুবক তুমিই তো বীর,
তবে তুমি পাও কেন ভয়,,
বাঁচবে মরবে যুদ্ধ করবে,
এটাই তো তুমার পরিচয় ।।
ইতিহাসের পাতায় রয়েছে লেখা,
তুমি দেখো তা খুলে ,,
দেশ বাঁচাতে ঐ একাত্তরে,
যুবক নিয়েছিল অস্ত্র তুলে ।।
আজ হতাশ কেন হে যুবক,
আরো একবার ওঠো গর্জে,,
দেশটা আজ ভরে গেছে,
নোংরা রাজনীতির বর্জে ।।
দেখো ভালো মুখোশের আড়ালে,
রাজনীতির খেলা খেলে ,,
বড় মিয়াঁ নেতাজি,
মাছ ভাঁজে কার তেলে ।।
দেশকে আজ মুক্ত করো,
আমজনতা বাঁচাও ,,
নোংরা রাজনীতিকদেরকে ,
এদেশ থেকে হঠাও ।।
এম.ডি.উবায়দুল্লাহ আল মামুন খান
-------------------------------------------------
হে যুবক তুমিই তো বীর,
তবে তুমি পাও কেন ভয়,,
বাঁচবে মরবে যুদ্ধ করবে,
এটাই তো তুমার পরিচয় ।।
ইতিহাসের পাতায় রয়েছে লেখা,
তুমি দেখো তা খুলে ,,
দেশ বাঁচাতে ঐ একাত্তরে,
যুবক নিয়েছিল অস্ত্র তুলে ।।
আজ হতাশ কেন হে যুবক,
আরো একবার ওঠো গর্জে,,
দেশটা আজ ভরে গেছে,
নোংরা রাজনীতির বর্জে ।।
দেখো ভালো মুখোশের আড়ালে,
রাজনীতির খেলা খেলে ,,
বড় মিয়াঁ নেতাজি,
মাছ ভাঁজে কার তেলে ।।
দেশকে আজ মুক্ত করো,
আমজনতা বাঁচাও ,,
নোংরা রাজনীতিকদেরকে ,
এদেশ থেকে হঠাও ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন