-----------মোর বন্ধু হবে----------
এম.ডি.উবায়দুল্লাহ আল মামুন খান
তুমি হবে মোর বন্ধু,
হাত রাখিয়া হাতে,,
বারো মাস থাকবে পাশে,
হেমন্ত বর্ষাতে ।।
বলো আমার বন্ধু হবে,
এই হৃদয়ে দেবো ঠাঁই,,
গল্প করব সর্বক্ষণ,
একাকীত্ব ভুলে যেতে চাই ।।
দ্বন্দ্ব ভুলে ছন্দ তুলে,
ফোটাবো কেবল হাসি,,
বন্ধু গাইবে গান,
বাজাবো আমি বাঁশি ।।
বন্ধু ছাড়া শূন্য আমি,
কঠিন চলাফেরা,,
বন্ধু পেলেই পূর্ণ হব,
হবো মাতোয়ারা ।।
বন্ধু ছাড়া জীবন আমার,
ধু-ধু -মরুভূমি ,,
হাতছানিতে ডাকছি তোমায়,
বল বন্ধু হবে তুমি ।।
বন্ধু যদি হও গো তুমি,
দেব ঐ আকাশের তাঁরা,,
তোমায় নিয়ে লিখবো আমি,
মিষ্টি মধুর ছড়া ।।
এম.ডি.উবায়দুল্লাহ আল মামুন খান
তুমি হবে মোর বন্ধু,
হাত রাখিয়া হাতে,,
বারো মাস থাকবে পাশে,
হেমন্ত বর্ষাতে ।।
বলো আমার বন্ধু হবে,
এই হৃদয়ে দেবো ঠাঁই,,
গল্প করব সর্বক্ষণ,
একাকীত্ব ভুলে যেতে চাই ।।
দ্বন্দ্ব ভুলে ছন্দ তুলে,
ফোটাবো কেবল হাসি,,
বন্ধু গাইবে গান,
বাজাবো আমি বাঁশি ।।
বন্ধু ছাড়া শূন্য আমি,
কঠিন চলাফেরা,,
বন্ধু পেলেই পূর্ণ হব,
হবো মাতোয়ারা ।।
বন্ধু ছাড়া জীবন আমার,
ধু-ধু -মরুভূমি ,,
হাতছানিতে ডাকছি তোমায়,
বল বন্ধু হবে তুমি ।।
বন্ধু যদি হও গো তুমি,
দেব ঐ আকাশের তাঁরা,,
তোমায় নিয়ে লিখবো আমি,
মিষ্টি মধুর ছড়া ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন