------♦ জেগে উঠো যুবক ♦------
এম.ডি.উবায়দুল্লাহ্ আল মামুন খাঁন
আর কত কাল ঘুমিয়ে কাটাবে,
হে যুবক জাগবে নাকি তুমি,,
চেয়ে দেখ আজ পুরো সমাজ,
শান্তিহীন মরুভূমি।।।
হে যুবক জাগবে নাকি তুমি,,
চেয়ে দেখ আজ পুরো সমাজ,
শান্তিহীন মরুভূমি।।।
সমাজ আজ ভরিয়া গিয়াছে,
হাজার রকম লোকে,,
কোথায় আছো যুবক তুমি,
এগিয়ে চলো সাহস নিয়ে বুকে ।।।
ঐ সুদূরের গাঁয়ের মাঠে,
কিংবা গাঁয়ের গজ্ঞের হাটে,,
মরণ নেশা গাঁজা-ইয়াবা,
হেসে-হেসে চলে হেটে।।।
রুখতে হবে সেথায় তাকে,
তুমায় যে হতে হবে বীর,,
উপদেশ দিচ্ছিনা হে যুবক,
তুমার কাছে আবেদন এ কবির।।।
অনুরুদে-অনুরাগে বলি হে যুবক,
তুমি নেশায় হইয়'না মত্ত,,
দুর করে দাও তুমি এই সমাজে,
অন্যায়-অভিচার আছে যত।।।
জাগো হে যুবক,জেগে উঠো,
তুমি ভয় পেয়না কভু,,
সত্যের পক্ষে সংগ্রাম করো,
তুমায় সাহায্য করবেন প্রভূ ।।।
দৃপ্তপদে চলো সেখানে-যেখানে,
মানুষ হচ্ছে নিগৃহীত-নির্যাতিত,,
দৃঢ় পতিজ্ঞা নিয়ে চলো নির্ভয়ে,
তুমার শীর করিওনা নত ।।।
যখনি থাকাই এই সমাজেতে,
শুধু জল আসে আঁখিপাতে,,
কোথায় আছো হে যুবক তুমি,
এখনো কেন ঘুমিয়ে চকিতে ।।।
হে যুবক তুমি থাকতে কেন মোদের,
সমাজের এই পরিনতি দেখতে হয়,,
ভূলে কি গিয়েছো কোন জাতি তুমি,
কি তুমার পরিচয়।।।।।।।