রত্ন ভুমি মোহনগঞ্জ

খবর মিডিয়া ওয়েবসাইট

এই ব্লগটি সন্ধান করু চার্চ করুন

মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮

পেয়েছি পদ্য

এম.ডি.উবায়দুল্লাহ্ আল মামুন খাঁন

কেন চলে গেলে তুমি,
কি ছিল আমার ভূল??
কেন কষ্টের ঢেউয়ে ভেঙ্গেদিলে?
আমার সুখ নদীর কুল,,,,
ভালবেসে বলেছিলে,
হাতে রেখে হাত,,
ভুলবেনা তুমি আমায়,
যতই আসোক আঘাত,,,,
ঐ ক্ষনেই তুমি বলেছিলে,
আবার করেছিলে পণ,,
তবে কেন ভেঙ্গেদিলে,
আমার এই মন???
প্রেমের নামে করলে তুমি,
মায়াবী এক ছল,,
সুখের বদলে দিয়ে গেলে,
কষ্টের দাবানল,,,,
সুখি হয়েছো কি?
আমায় করে দগ্ধ,,
তুমায় হারিয়ে পেয়েছি,
কবির ঐ পদ্য,,,,,

রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮

-:পেইসবুক:-

এম.ডি.উবায়দুল্লাহ্ আল মামুন খাঁন
এখানে পেইসবুক ইন্টারনেটে,
আঁকাশের নীল চাউনীতে,,,
রয়েছে আবার সেথায় মেসেন্জার,
ঘুম নেই চোখে বুখে হাহাকার,,,
চোখে নেই ঘুম শুয়ে থাকে খাটে,
রাত খেটে যায় বন্ধুর সাথে চ্যাটে,,,
পরিদের ডানা দিয়ে তৈরী দেয়াল,
প্রজাপতির রং দিয়ে সাজানো জাল,,,
কখনও লেখে ছড়া হয়ে যায় কবি,
কখনও পোষ্ট করে প্রেমিকার ছবি,,,
এখানে কারো জন্য মানা কিছু নাই,
নিজেদের খুশি মতো কাহিনী বানাই,,,

শিল্প-সাহিত্য-প্রচ্ছদ

♦ জেগে উঠো যুবক ♦

------♦ জেগে উঠো যুবক ♦------ এম.ডি.উবায়দুল্লাহ্ আল মামুন খাঁন আর কত কাল ঘুমিয়ে কাটাবে, হে যুবক জাগবে নাকি তুমি,, চেয়ে দেখ আজ পুরো...